সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য দরগাপাশা ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মনিরুজ্জামান মোহন এর পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, ইউনিয়ন ভূমি সহকারী (ভারপ্রাপ্ত) চন্দ্রনাথ রায়, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা বিএনপি নেতা মুকিত মিয়া, ছালেহ আহমদ, যুবদল নেতা জিতু মিয়া, ফরিদ গাজী, শ্যামল চৌধুরী, ইউপি সদস্য মাসুক আলী, বিএনপি নেতা বাহার চৌধুরী, হুমায়ুন পাঠান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সুয়েব আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছালিক আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।
অপরদিকে ঐদিন দুপুর ১২.০০ টা এবং বিকাল ২টার দিকে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠনের জন্য পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে দুটি আলাদা গণশুনানী অনুষ্ঠিত হয়।