রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

হাদিকে গুলি করার প্রতিবাদে কুলাউড়ায় আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখা।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুলাউড়া পৌরশহরের প্রদান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাবেক সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বখশ টিপু, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হাবিবুর রহমান হাসানীসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা।

বিক্ষোভকারীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশে চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো