বিয়ানীবাজার উপজেলায় নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্থায়ীভাবে ১৫টি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে আলোচিত এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি আরও সক্রিয় ভূমিকা নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে এসব চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই এবং নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
বিজিবি কর্মকর্তারা জানান, যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এদিকে চেকপোস্ট ও তল্লাশির কারণে এলাকায় নিরাপত্তা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।