জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশের জমিতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ মন্নাফ (৭০), সুহেব মিয়া (৪০), ইসলাম উদ্দিন (৪২), সাইদুল হক (৪৫)। থানা পুলিশ অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩ টায় একই গ্রামের সঞ্জব আলী ও সমসের আলীর নেতৃত্বে প্রায় ১০ / ১২ জন লোক লাটি-সোটা, দা, সুলফি দিয়ে এ ঘটনা ঘটায়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আব্দুল মন্নাফ কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে ইসলামপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সাদ্দাম হোসেন জামালগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সঞ্জব আলী জানান, জমি-জমা নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলছিলো। সেটা নিয়ে সাদ্দাম হোসেনের লোকজনের সাথে মারামারি হয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।