সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না’র বড় ভাইয়ের বসত বাড়ীতে দিন-দপুরে চুরি হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দিনে পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামের অটোরিকশা (সিএনজি) চালক আব্দুল লতিফের বসত বাড়ীতে চুরির ঘটনা ঘটে।
চোরেরা বসতঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। ঘটনায় পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ীত মালিক আব্দুল লতিফ জানান, বসতঘর তালাবদ্ধ করে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় এক আত্বীয় বিয়েতে স্ব-পরিবারে গিয়েছিলেন। বাড়ী ফিরে দেখেন ঘরের গ্রীল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে ঘরে থাকা ১ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরেরা। এতে প্রায় আব্দুল লতিফের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে তিনি জানান।