কানাইঘাট আইনজীবী ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিল ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২৭ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে এডভোকেট এখলাছুর রহমান সভাপতি, আব্দুস ছাত্তার সাধারণ সম্পাদক, মাহবুব হুসাইন অর্থ সম্পাদক এবং এম. এ. হাফিজ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভা সূত্রে জানা যায়, নবনির্বাচিত নেতৃবৃন্দ শিগগিরই ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সাধারণ সভায় সিলেট বারে কর্মরত কানাইঘাটের আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আইন পেশাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি কানাইঘাটের আর্থ–সামাজিক উন্নয়নে এ সংগঠন কার্যকর ভূমিকা রাখবে।