বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তফসিল ঘোষণার পরই গণসংযোগে ব্যস্ত মইনুল বাকর রুল খারিজ, জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট সিলেটের যেসব এলাকার শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ জামালগঞ্জে হাফিজিয়া নূরাণী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে সারদা দেবীর জন্মতিথি উদ্‌যাপন সম্প্রীতির লড়াই: জামালগঞ্জে জমজমাট ভাইয়াপি কুস্তি একমঞ্চে জামালগঞ্জ উপজেলা বিএনপি - ‘ধানের শীষই জাতির ঐক্যের প্রতীক’ — আনিসুল হক জিয়া পরিবারের ভ্যানগার্ড’ হয়ে রাজপথে থাকার ঘোষণা শহিদ ওয়াসিম ব্রিগেডের সিলেটসহ সারাদেশে শুক্রবার থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিইসির তফসিল ঘোষণা - নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
advertisement
সিলেট বিভাগ

সব হারানোর কান্নায় সান্ত্বনার স্পর্শ, আহত মানুষের পাশে ব্যারিস্টার আনোয়ার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একাধিক পরিবারের স্বপ্নের বসতঘর। সর্বস্ব হারানো মানুষদের কান্না আর শোকের পরিবেশে সান্ত্বনার হাত বাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে জরুরি আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা শুধু দায়িত্ব নয়—এটা আমাদের মানবিক কর্তব্য। অগ্নিকাণ্ডে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে তাদের মনোবল ফিরিয়ে দিতে পাশে থাকা অত্যন্ত জরুরি। শান্তিগঞ্জ–জগন্নাথপুরবাসীর সুখ–দুঃখে আমি সবসময় আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি এমন দুর্ঘটনা রোধে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।”

ব্যারিস্টার আনোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলম শিশু, মোজাহিদ খান, আব্দুল লতিফ, মুফাজ্জল হোসেন, মুফাসির আহমদ রিয়াদ, ছাত্রদল নেতা নাঈমুর রহমান, মোর্শেদ আহমদ রিদয়, আবুল কাশেমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

নেতাকর্মীরা জানান, মানুষের বিপদের সময় ব্যারিস্টার আনোয়ার হোসেনের এভাবে ছুটে আসা প্রমাণ করে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি মানুষের জন্য নিবেদিত একজন মানবিক ব্যক্তিত্ব। তার সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে আশার আলো দেখছে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর তাদের মাঝে যে আতঙ্ক ও অসহায়তা ছিল, ব্যারিস্টার আনোয়ারের উপস্থিতি সে ভয় কাটিয়ে তাদের মানসিক শক্তি জুগিয়েছে। তার দেওয়া সহায়তা দ্রুত ঘর পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অগ্নিকাণ্ডের ভয়াবহতার মাঝে ব্যারিস্টার আনোয়ার হোসেনের আশ্বাস ও সহানুভূতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হৃদয়ে সান্ত্বনার স্পর্শ এনে দিয়েছে।

এই সম্পর্কিত আরো

তফসিল ঘোষণার পরই গণসংযোগে ব্যস্ত মইনুল বাকর

রুল খারিজ, জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট

সিলেটের যেসব এলাকার শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ

জামালগঞ্জে হাফিজিয়া নূরাণী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালগঞ্জে সারদা দেবীর জন্মতিথি উদ্‌যাপন

সম্প্রীতির লড়াই: জামালগঞ্জে জমজমাট ভাইয়াপি কুস্তি

একমঞ্চে জামালগঞ্জ উপজেলা বিএনপি ‘ধানের শীষই জাতির ঐক্যের প্রতীক’ — আনিসুল হক

জিয়া পরিবারের ভ্যানগার্ড’ হয়ে রাজপথে থাকার ঘোষণা শহিদ ওয়াসিম ব্রিগেডের

সিলেটসহ সারাদেশে শুক্রবার থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সিইসির তফসিল ঘোষণা নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি