জামালগঞ্জের সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা জীবনের পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগঘন পরিবেশ ও শিক্ষামুখী নানা আয়োজন।
বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। সহকারী শিক্ষক পান্না সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ওয়ালী উল্লাহ সরকার, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সদস্য মোঃ রইছ উদ্দিন ও গণ্যমান্য ব্যক্তি মোঃ ফারুক আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা সবিতা রানী সরকার, শিউলি আক্তার, হাসিনা বেগম, জান্নাতুল ফেরদৌস এবং বিদায়ী শিক্ষার্থী সোহানা আক্তার। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অধ্যবসায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আবেগময় পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষক-সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।