সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ রহিছ উদ্দিন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, শিক্ষার্থী হাসান আল মাসুম ও ফাইজা জামান ঐশী।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। উন্নয়ন ও সুশাসনের পথে দুর্নীতির কোনো স্থান নেই—এ কথা সবাইকে উপলব্ধি করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, দুর্নীতি রোধে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
কর্মসূচির শেষে পরবর্তী প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।