সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহাকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানানো হয়, আর একই মঞ্চে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন অনুষ্ঠানের। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ইউএনও সুকান্ত সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে তাকে সম্মাননা জানিয়ে বক্তব্য রাখেন নিধির সাহা (সুকান্ত সাহার পিতা), ডা. জ্যোতি প্রামাণিক (সহধর্মিণী)।
জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, প্রাথমিক সহকারী শিক্ষক শামীম আহমদ, বেসরকারি সংস্থা পদ্ধার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, প্রবাসী নেতা আলী আহমদ দুলাল ও ফয়ছল আহমদ, দরগাপাশা ইউনিয়নের উদ্যোক্তা মশিউর রহমান রাজা, ক্রীড়া সদস্যদের প্রতিনিধি আবু তাহের সনি, এবং বাউল শিল্পীদের পক্ষ থেকে মো. সবুজ মিয়া।
বক্তারা সুকান্ত সাহার মানবিক নেতৃত্ব, কর্মদক্ষতা, স্বচ্ছতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একই সাথে নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় তিনি আবেগঘন বক্তব্যে শান্তিগঞ্জবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের ইতিহাসে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে উঠেছে এক স্মরণীয়, হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক মুহূর্ত।