কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদী আরব শাখার উদ্যেগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৩টায় সৌদী আরবের জেদ্দা শহরের একটি অভিজাত রেস্টেুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেদ্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হারুন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মতিন ইজন, সংগঠনের উপদেষ্ট আব্দুল জলিল, আব্দুল মালেক, রফিক উদ্দিন মেম্বার। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কানাইঘাট শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সৌদীআরব প্রবাসী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতীক হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সৌদীআরব সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশী ও বিএনপি পরিবারের নেতাকর্মীরা খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো যেন বাংলাদেশের মানুষের কল্যাণ করতে পারেন এজন্য দোয়া করা হয়।