জৈন্তাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা। উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন-এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
সভায় বক্তারা পিছিয়েপড়া নারী সমাজকে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অগ্রযাত্রায় বেগম রোকেয়া দিবসের চেতনা লালন করে সমাজ-রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অদম্য নারী পুরস্কার প্রাপ্ত হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন। উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিং কোম্পানীর (অব:) কর্মকর্তা খন্দকার ইকরামুল কবীর, উপজেলা দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারি শাহাদাৎ হোসেন।
পরে উপজেলা দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির সভাপতি জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজর অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে-এর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পৃথক এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।