সিলেট শহরের বাঘবাড়ির বাসিন্দা মুণিপুরী সম্প্রদায়ের সমাজসেবী ক্ষীর সিংহ আর নেই।
রোববার(০৭ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এর আগে প্রায় সাড়ে তিন মাস যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক, সিলেট জেলা ক্লাবের সদস্য ও বিএমজে এর সদস্য অমিতা সিনহার শ্বশুর।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন – সিলেট জেলা প্রেসক্লাব, বিএমজে, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সিলেট শাখার সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ থেকেও উনার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।