সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

১নং নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জৈন্তাপুর উপজেলা শাখার আওতাধীন ১নং নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় নীতিমালা ও সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করে দায়িত্বশীল নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে শামসুল হক সভাপতি, জাবেদ আহমদ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পেয়েছেন। পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

কমিটি গঠনে ইউনিয়নের কর্মী-সমর্থকদের সক্রিয়তা, ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় আদর্শ রক্ষা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো