কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল বিপ্লবী ফুটবল একাদশের আয়োজনে শুক্রবার রাত সাড়ে ১০ টায় নাইট ফুটবল আমতৈল ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, মোবাইল ফোনের অপব্যবহার যুবসমাজকে বিপথে নিচ্ছে। “যুব সমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। এতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মোবাইল আসক্তি, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, ইউপি সদস্য খায়রুল ইসলাম খছরু প্রমুখ।
আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক রওফুর রাজার সভাপতিত্বে ও মাহফিল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলমের সঞ্চালনা এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক পাবেল বখস্, আমতৈল যুব উন্নয়ন পরিষদের সভাপতি জুনেদ আহমদ, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি সাহেদুর রহমান কিরন, বিপ্লবী যুবসংঘের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন, এবং বিপ্লবী ফুটবল একাদশের সদস্য মারজান উদ্দিন আরিফ।
উদ্বোধনের মাধ্যমে আমতৈল ফুটবল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।