সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘এন ইভেনিং উইথ ঢাকসু ভিপি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজার এলাকার মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম।
বক্তব্যে তিনি বলেন, “বিপ্লবের এক বছর পার হয়েছে। অথচ আমরা বিপ্লবের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি। কেন ভুলছি? কারণ বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ৫৪ বছর ধরে ভারতের মদদে যে মেকানিজম ছিল, জুলাই বিপ্লব সেই কাঠামো ভেঙে দিয়েছে। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে বিপ্লবের আকাঙ্ক্ষা নিভে না যায়।”
তিনি আরও বলেন, “আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন, অনেকে হয়েছেন গাজী। এত ত্যাগ–তিতিক্ষার পরও যদি আমরা বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ঢাকসুর কার্যকরী সদস্য শাহীনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ শাখার সেক্রেটারি মো. মামুন আহমদ, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মুহাম্মদ নুর নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।