শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

প্রবাসীদের অবদান অনন্য—গোলাপগঞ্জে লেখক মিসবাহ উদ্দিন সংবর্ধিত

গোলাপগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, প্রবাসীরা দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল স্তরে অসামান্য অবদান রেখে চলেছেন। এই অবদান আরও পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজে লাগানো গেলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। বক্তারা বলেন, প্রবাসীরা জুলাই আন্দোলনসহ বিভিন্ন জাতীয় প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছেন—তাই তাদের যথাযথ মূল্যায়ন সবার দায়িত্ব।

বুধবার বিকেলে উপজেলার জিবি টেলিভিশন হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ শাখার সভাপতি ও জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও কমিউনিটি সংগঠক মিসবাহ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর জামাতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, দৈনিক সমকাল-এর গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।

প্রারম্ভিক কোরআন তেলাওয়াত করেন বিএমএসএফ-এর সহসভাপতি আব্দুল্লাহ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও পৌর যুবদলের স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজের বিভিন্ন প্রতিনিধি।

সংবর্ধিত অতিথি মিসবাহ উদ্দিন আহমদ বলেন, গোলাপগঞ্জের সাংবাদিকদের ঐক্য ও তাঁদের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। প্রবাসী সাংবাদিকদের প্রতি তাঁদের সম্মান প্রদর্শন প্রবাসীদের আরও উৎসাহিত করবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও একটি আধুনিক গোলাপগঞ্জ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো