বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ও কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সহযোগিতায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সদর ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতহার আলী রাহাত।
এসময় উপস্থিত ছিলেন, বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, মাখসুদুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য শমসের আলী, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আলী হোসেন উপজেলা যুবদলের সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আহমেদ, ফেনারবাঁক মাসুদ মিয়া সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার অসুস্থতা এ দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—এটাই আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের একমাত্র কামনা। তারা আরও বলেন, বর্তমান দেশের ক্রান্তিকালীন সময়ে দেশনেত্রীর সুস্থতা খুব বেশি প্রয়োজন। তাই সকলে মিলে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।