মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নবগ্রাম ইসলামিক কেজি পরিদর্শন: শিক্ষার মানে সন্তোষ, ভবন সংকটে উদ্বেগ

শিক্ষার পরিবেশ, পরীক্ষা পদ্ধতি ও সার্বিক মান মূল্যায়নের উদ্দেশ্যে একটি শিক্ষাবিদ প্রতিনিধি দল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ওসমানীনগরের নবগ্রাম ইসলামিক কিন্ডার গার্টেন পরিদর্শন করেন। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পরিদর্শনকালে দেখা যায়—শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে অত্যন্ত মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে। পরীক্ষাকেন্দ্রে নীরব, শান্ত ও শিক্ষাবান্ধব একটি পরিবেশ বিরাজ করছে।

প্রতিনিধি দলে ছিলেন মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও বরেণ্য আলেম মাওলানা আব্দুল মোছাব্বির (রাঙ্গাপুরী হুজুর), বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীণ মুরব্বি আব্দুর রউফ মাস্টার, মাদার বাজার এফ ইউ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক দেলোয়ার হুসাইন কামাল এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।

এসময় শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ আচরণ, শিক্ষকদের আন্তরিকতা এবং পরীক্ষা পরিচালনার সুশৃঙ্খল ব্যবস্থাপনা দেখে পরিদর্শকরা সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের দেয়ালজুড়ে আঁকা শিক্ষামূলক চিত্রকর্ম, পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়ন সবাইকে বিশেষভাবে মুগ্ধ করে।

বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭টি শ্রেণিতে ১৫৬ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান ও পরীক্ষা পরিচালনায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

১৫ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১১টি কক্ষ ব্যবহৃত হচ্ছে। 
তবে শিক্ষকদের মতে, ক্রমবর্ধমান শিক্ষার্থীসংখ্যার কারণে প্রতিষ্ঠানটি এখন শ্রেণিকক্ষ সংকটে ভুগছে, যা মানসম্মত শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পরিদর্শক শিক্ষাবিদগণ মত প্রকাশ করেন—যে প্রতিষ্ঠান জ্ঞানচর্চার পাশাপাশি এমন অনুকরণীয় শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, তার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। তবে এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে অবকাঠামো সম্প্রসারণ এখন জরুরি প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শিক্ষার মান ধরে রাখা এবং আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করতে দ্বিতল ভবন সম্প্রসারণ ও অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ অপরিহার্য। 
এ ব্যাপারে স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবাসীদের এগিয়ে আসার প্রয়োজন।

এই সম্পর্কিত আরো