মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট রেঞ্জের মোট ৩৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। এর মধ্যে সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ এবং মৌলভীবাজারের ৭টি থানায় নতুন ওসি দায়িত্ব গ্রহণ করবেন।

সিলেট জেলার ১১ থানায় নতুন ওসি

১. কোম্পানীগঞ্জ – মো. সফিকুল ইসলাম খান (হবিগঞ্জ)
২. গোয়াইনঘাট – মো. আব্দুল আহাদ (হবিগঞ্জ)
৩. জকিগঞ্জ – মুহাম্মদ আব্দুর রাজ্জাক (জামালপুর)
৪. বালাগঞ্জ – মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া (নারায়ণগঞ্জ)
৫. বিশ্বনাথ – গাজী মো. মাহবুবুর রহমান (খুলনা)
৬. গোলাপগঞ্জ মডেল – মো. আরিফুল ইসলাম (বগুড়া)
৭. বিয়ানীবাজার মডেল – মো. ওমর ফারুক (সুনামগঞ্জ)
৮. ওসমানীনগর – মো. মোরশেদুল হাসান ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া)
৯. জৈন্তাপুর মডেল – মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা (কুমিল্লা)
১০. কানাইঘাট – মো. আমিনুল ইসলাম (গাজীপুর)
১১. ফেঞ্চুগঞ্জ – আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির (শরীয়তপুর)

সুনামগঞ্জ জেলার ১২ থানায় নতুন ওসি

১. শাল্লা – মো. রোকিবুজ্জামান (কুষ্টিয়া)
২. দোয়ারাবাজার – মো. তরিকুল ইসলাম তালুকদার (ময়মনসিংহ)
৩. সুনামগঞ্জ সদর মডেল – রতন শেখ পিপিএম (বাগেরহাট)
৪. দিরাই – এনামুল হক চৌধুরী (নেত্রকোনা)
৫. মধ্যনগর – একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম (বরিশাল)
৬. জামালগঞ্জ – মো. বন্দে আলী (জামালপুর)
৭. ছাতক – মোহাম্মদ মিজানুর রহমান (চট্টগ্রাম)
৮. জগন্নাথপুর – মো. শফিকুল ইসলাম (জামালপুর)
৯. ধর্মপাশা – মো. সহিদ উল্যা (কুমিল্লা)
১০. শান্তিগঞ্জ – মো. অলিউল্লাহ (ভোলা)
১১. বিশ্বম্ভরপুর – মোহাম্মদ জাহিদুল ইসলাম (ময়মনসিংহ)
১২. তাহিরপুর – মো. আমিনুল ইসলাম (ময়মনসিংহ)

হবিগঞ্জ জেলার ৯ থানায় নতুন ওসি

১. নবীগঞ্জ – মো. মোনায়েম মিয়া (ব্রাহ্মণবাড়িয়া)
২. শায়েস্তাগঞ্জ – মো. আবুল কালাম (ময়মনসিংহ)
৩. হবিগঞ্জ সদর মডেল – মো. দেলোয়ার হোসেন (ব্রাহ্মণবাড়িয়া)
৪. মাধবপুর – মো. মাহবুব মোরশেদ খান (মানিকগঞ্জ)
৫. বাহুবল – মো. সাইফুল ইসলাম (কুমিল্লা)
৬. চুনারুঘাট – শফিকুল ইসলাম (জামালপুর)
৭. বানিয়াচং – শরীফ আহমেদ (কিশোরগঞ্জ)
৮. আজমিরীগঞ্জ – মো. আকবর হোসেন
৯. লাখাই – মো. জাহিদুল হক (ব্রাহ্মণবাড়িয়া)

মৌলভীবাজার জেলার ৭ থানায় নতুন ওসি

১. রাজনগর – মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া)
২. বড়লেখা – মো. মনিরুজ্জামান খান (ময়মনসিংহ)
৩. কুলাউড়া – মো. মনিরুজ্জামান মোল্যা (নারায়ণগঞ্জ)
৪. মৌলভীবাজার সদর মডেল – মো. সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ)
৫. শ্রীমঙ্গল – শেখ জহিরুল ইসলাম মুন্না (নেত্রকোনা)
৬. কমলগঞ্জ – মো. আব্দুল আউয়াল (হবিগঞ্জ)
৭. জুড়ী – দিলিপ কান্ত নাথ (সুনামগঞ্জ)

সিলেট রেঞ্জ পুলিশ জানায়, নির্বাচনের সময়ে সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হয়েছে। শিগগিরই নতুন ওসিরা দায়িত্ব গ্রহণ করবেন।

এই সম্পর্কিত আরো