মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে আব্দুল হান্নানের মতবিনিময়

সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক আব্দুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাস্ট্রীয় ক্ষমতায় গেলে নিজ এলাকার উন্নয়নে কোন বৈষম্য থাকবে না। এলাকার শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হবে। সিলেট-২ আসনের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। আর সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সকলকে সহযোগীতার আহবান জানান।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আন্দোলনরত ইসলামী ৮ দলীয় সমঝোতায় শেষ পর্যন্ত আমি মনোনয়ন পাব বলে ৯৫% আশাবাদি। এরপরও যদি দল আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেন আমি সেই প্রার্থীর পক্ষেই কাজ করব। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী আব্দুল মুকছিত আখতার, বায়তুলমাল আশিকুর রহমান, অফিস সেক্রেটারী এইচ এম মোহাম্মদ আলী, উপজেলা পশ্চিম ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহ হোসাইন আলী, পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান ইমন প্রমুখ নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো