সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জে জব্দ পাথর নিয়ে ‘হরিলুট’: নেপথ্যে উন্নয়নের দোহাই! জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শিশু-কিশোরদের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক—সিলেটে নীরব স্বাস্থ্য বিপর্যয় ২৪ ঘণ্টা পরও ঘাতকরা পলাতক - কানাইঘাট সীমান্তে ইয়াবা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে যুবককে হত্যা হবিগঞ্জে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে অনশনে তরুণী খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল সিলেটে চা বাগান থেকে একসাথে ১২ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে জব্দ পাথর নিয়ে ‘হরিলুট’: নেপথ্যে উন্নয়নের দোহাই!

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর ও রোপওয়ে বাংকার এলাকা থেকে লুট হওয়া পাথর ফের ক্রাশিং করে পাচারের সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ ও অবৈধ ক্রাশার মিল ধ্বংস করা হয়। তবে জব্দকৃত প্রায় ১৩ হাজার ঘনফুট পাথর সরকারি হেফাজতে না নিয়ে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণের নামে ভাগবাটোয়ারা বা ‘হরিলুট’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও মিল মালিক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল কলাবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় ১০টি ক্রাশার মিলের আঙ্গিনা ও বিভিন্ন স্থান থেকে অন্তত ২৫টি ট্রাক/লরি বোঝাই আস্ত ও ভাঙা পাথর জব্দ করা হয়। অভিযানের সময় ৪-৫টি অবৈধ ক্রাশার মিল ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


অভিযোগ উঠেছে, জব্দকৃত পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ১৫ হাজার টাকা। নিয়ম অনুযায়ী জব্দকৃত মালামাল সরকারি হেফাজতে নেয়ার কথা থাকলেও, প্রশাসনের সদিচ্ছার অভাবে তা স্থানীয় একটি চক্র ও প্রশাসনের যোগসাজশে ‘উন্নয়ন কাজের’ দোহাই দিয়ে সরিয়ে ফেলা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযানে নূন্যতম ২০ থেকে ২২ গাড়ি পাথর জব্দ করা হয়। কথা ছিল এসব পাথর সিলেট পুলিশ লাইন এবং স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দেয়া হবে। কিন্তু রহস্যজনকভাবে অর্ধেকের বেশি পাথর (যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা) উধাও হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নের নাম ব্যবহার করে জব্দকৃত পাথরের বড় একটি অংশ সংশ্লিষ্টরা ভাগিয়ে নিয়েছেন। এই ঘটনায় খোদ উপজেলা প্রশাসনের এক কর্তা জড়িত রয়েছেন।


সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ গাড়ির মতো ভাঙা পাথর জব্দ করা হয়েছে। তবে এগুলো প্রশাসনের হেফাজতে নেয়া হয়নি। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের আবেদনের প্রেক্ষিতে সেগুলো দিয়ে দেয়া হয়েছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, জব্দকৃত সকল পাথর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে এলাকার সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য প্রদান করা হয়েছে। তবে মালের সঠিক তালিকা ও পরিমাণ ইউএনও এবং এসিল্যান্ড ভালো বলতে পারবেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযানে ৫-৭ গাড়ি পাথর বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা স্থানীয় মসজিদ-মাদ্রাসার আবেদনের প্রেক্ষিতে বিতরণ করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী ২৫ গাড়ি পাথর ও হরিলুটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সঠিক প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে ভোলাগঞ্জ সাদা পাথর ও রোপওয়ে বাংকার এলাকা থেকে স্থানীয় কয়েকটি চক্র পাথর ও বালি লুটপাট শুরু করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসন নড়েচড়ে বসে এবং মামলা ও আটকের ঘটনা ঘটে। প্রায় ৪ মাস নীরব থাকার পর সম্প্রতি ওই চক্রটি আবারও সক্রিয় হয়ে লুকায়িত সাদা পাথর সংগ্রহ করে ক্রাশিং শুরু করে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, গভীর রাতে জব্দ করা বিপুল পরিমাণ পাথর সরকারি নিলাম বা হেফাজতে না নিয়ে তড়িঘড়ি করে মৌখিক আদেশে বিতরণ করা হলো কেন? পাথর উধাও হওয়ার নেপথ্যে কারা জড়িত—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে জব্দ পাথর নিয়ে ‘হরিলুট’: নেপথ্যে উন্নয়নের দোহাই!

জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিশু-কিশোরদের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক—সিলেটে নীরব স্বাস্থ্য বিপর্যয়

২৪ ঘণ্টা পরও ঘাতকরা পলাতক কানাইঘাট সীমান্তে ইয়াবা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে যুবককে হত্যা

হবিগঞ্জে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে অনশনে তরুণী

খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল

সিলেটে চা বাগান থেকে একসাথে ১২ জন গ্রেপ্তার