সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জে জব্দ পাথর নিয়ে ‘হরিলুট’: নেপথ্যে উন্নয়নের দোহাই! জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শিশু-কিশোরদের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক—সিলেটে নীরব স্বাস্থ্য বিপর্যয় ২৪ ঘণ্টা পরও ঘাতকরা পলাতক - কানাইঘাট সীমান্তে ইয়াবা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে যুবককে হত্যা হবিগঞ্জে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে অনশনে তরুণী খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল সিলেটে চা বাগান থেকে একসাথে ১২ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

২৪ ঘণ্টা পরও ঘাতকরা পলাতক

কানাইঘাট সীমান্তে ইয়াবা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে যুবককে হত্যা

ইয়াবা বিক্রির ২ লাখ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় গ্রামের খুটিতে বেঁধে কুপিয়ে হত্যা করা হয় ছয়ফুল ইসলাম (১৯) নামের এক যুবককে। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।


হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিক্রম হলেও প্রধান দুই অভিযুক্ত—সাকিল আহমদ ও তার সহযোগী সুমন এখনো ধরাছোঁয়ার বাইরে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ছয়ফুলের স্বজনরা ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত সাকিল আহমদের বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় তারা সাকিলের পিতা আব্দুল হান্নান হানাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তপথে চোরাইভাবে আনা ইয়াবা বিক্রির টাকার ভাগ নিয়ে ছয়ফুল, সাকিল ও সুমনের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তারই জেরে রবিবার সন্ধ্যায় ছয়ফুলকে বাড়ির সামনে থেকে ধরে এনে সাকিলের বাড়ির বারান্দার একটি খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর টাকা বণ্টন নিয়ে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে সাকিল ও সুমন ধারালো দা দিয়ে তার মাথায় উপর্যুপরি কোপাতে থাকে।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ছয়ফুলকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে হত্যাকারীদের গ্রেফতারে সীমান্ত এলাকায় পুলিশি অভিযান চলছে। আটক সাকিলের পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছে, কাড়াবাল্লা, রাতাছড়া এবং আশপাশের সীমান্ত এলাকায় চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ না থাকায় এসব এলাকায় নিয়মিত সংঘর্ষ, মারামারি এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে জব্দ পাথর নিয়ে ‘হরিলুট’: নেপথ্যে উন্নয়নের দোহাই!

জামালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিশু-কিশোরদের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক—সিলেটে নীরব স্বাস্থ্য বিপর্যয়

২৪ ঘণ্টা পরও ঘাতকরা পলাতক কানাইঘাট সীমান্তে ইয়াবা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে যুবককে হত্যা

হবিগঞ্জে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে অনশনে তরুণী

খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল

সিলেটে চা বাগান থেকে একসাথে ১২ জন গ্রেপ্তার