হবিগঞ্জ চুনারুঘাটের সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের জারুলিয়া হাজীবাড়িতে বিষের বোতল নিয়ে অনশনে বসেছে এক প্রেমিকা।
রোববার (৩০ নভেম্বর) বিকেল থেকে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অনশনে ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেমিককে বিয়ের দাবিতে এ অনশন চলছে।
প্রেমিক জারুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত ইমন।
স্থানীয়রা জানান, রোববার বিকেল থেকে মেয়েটি বিষের বোতল নিয়ে অনশনে বসেছে।
সে দাবি করছে, ৬ বছর ধরে ইমনের সঙ্গে তার সম্পর্ক। সে বারবার বিয়ে করবে বলে তাকে আশ্বাস দিলেও বিয়ে করছে না। বিষয়টি স্থানীয় মুরুব্বিরা জানেন। নিরুপায় হয়ে সে অনশনে বসেছে।
প্রেমিকার এ অবস্থান দেখে ঘরে তালা দিয়ে পালিয়েছেন প্রেমিক ইমনের বাবা আব্দুল মালেক।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা বিষয়টির সমাধান দিতে পারেননি।