শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৫ আসনে নতুন সমীকরণ: প্রস্তুতি নিচ্ছেন আল ইসলাহ এর প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির সম্ভাব্য জোট এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ প্রস্তুতি সব মিলিয়ে এই আসনটিকে ঘিরে চলছে তীব্র আলোচনা।

বিশেষ সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীর সাহেবের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আগামী নির্বাচনে ১৯টি আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যে সুনামগঞ্জ ৫, মৌলভীবাজার ১, মৌলভীবাজার ২ ও মৌলভীবাজার ৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। বিশ্বস্ত সূত্রের দাবি, সবমিলিয়ে ১৯টি আসনেই প্রার্থী দিতে পারে আল ইসলাহ।

এরই ধারাবাহিকতায় সিলেট ৫ আসনেও গুঞ্জন উঠেছে দলটির সভাপতি ফুলতলী পীর সাহেবের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারেন। এতে এই আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আরও বেড়েছে।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে ঘোষিত তালিকায় নেই সিলেট ৫ আসনের প্রার্থী। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এই আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। ফলে জমিয়ত বিএনপি জোট হলে এই আসনে বিএনপি প্রার্থী নাও দিতে পারে, এমন সম্ভাবনাও রাজনীতির অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।এর বিপরীতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশা করছেন, দীর্ঘ ২৯ বছর পর এবার তারা নিজস্ব প্রার্থী পাবেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকেও মাঠে নেমেছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন খান। কয়েক মাস ধরেই তিনি মাঠে সরব, পরিচালনা করছেন প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম।

সব মিলিয়ে সিলেট ৫ আসন এখন রাজনীতির হটস্পট। একদিকে দুই ইসলামি দলের কেন্দ্রীয় শীর্ষ নেতার প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে বিএনপির শক্তিধর সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নের আশায় সক্রিয়। একইসঙ্গে জামায়াতও সক্রিয়ভাবে মাঠে রয়েছে।

স্থানীয়রা এখন অপেক্ষায় বহুল আলোচিত এই আসনে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পান এবং কে হয়ে ওঠেন সিলেট ৫ এর জনপ্রতিনিধি।

এই সম্পর্কিত আরো