শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিইউতে খালেদা জিয়া, বাদ জুমা বিশেষ দোয়া তারকাদের ছবিতে বিভিন্ন নম্বর, জানা গেল কারণ ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প জকিগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ: কৃষকদের মাঝে উৎসাহ ও সন্তোষ কুলাউড়ায় আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে আমরন অনশনে তার সমর্থকরা বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের এক শিশুর প্রাণহানি জামালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত জামায়াতের আমির হিসেবে শুক্রবার শপথ নিবেন ডা. শফিকুর রহমান ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: তারেক রহমান জৈন্তাপুরে বাড়ি লিখে না দেওয়ায় ভাতিজাকে ‘গুম’ করার অভিযোগ চাচার বিরুদ্ধে
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ: কৃষকদের মাঝে উৎসাহ ও সন্তোষ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের স্বনির্ভরতা ও তাদের মাঝে আরও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সন্তোষের সৃষ্টি করেছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী চাষের জন্য ৪৬০ জন কৃষককে প্রতিজন ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। পাশাপাশি ৩৫০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়, যা চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা কৃষিবিদ মোমেন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন,“জকিগঞ্জের কৃষিকে আরও এগিয়ে নিতে কৃষকদেরই মূল ভূমিকা রাখতে হবে। উপজেলা প্রশাসন সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং থাকবে।”

সভাপতি কৃষিবিদ মোমেন আহমদ বলেন,“আমরা কৃষকদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি। দিকনির্দেশনা, প্রশিক্ষণ, প্রণোদনা—সবক্ষেত্রেই কৃষকের পাশে থেকে এই অঞ্চলে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্য আমাদের।”

প্রণোদনা পেয়ে কৃষকরা বলেন,“এ ধরনের সহযোগিতা কৃষিকাজে আমাদের আরও উৎসাহিত করে। সার-বীজের সহায়তা পেয়ে উৎপাদন বাড়ানোর প্রতি আগ্রহও বৃদ্ধি পায়।”

কৃষিভিত্তিক জকিগঞ্জে এ ধরনের প্রণোদনা স্থানীয় কৃষিকে আরও গতিশীল করবে এবং কৃষকদের উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরো

সিসিইউতে খালেদা জিয়া, বাদ জুমা বিশেষ দোয়া

তারকাদের ছবিতে বিভিন্ন নম্বর, জানা গেল কারণ

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প

জকিগঞ্জে কৃষি প্রণোদনা বিতরণ: কৃষকদের মাঝে উৎসাহ ও সন্তোষ

কুলাউড়ায় আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে আমরন অনশনে তার সমর্থকরা

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের এক শিশুর প্রাণহানি

জামালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

জামায়াতের আমির হিসেবে শুক্রবার শপথ নিবেন ডা. শফিকুর রহমান

ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: তারেক রহমান

জৈন্তাপুরে বাড়ি লিখে না দেওয়ায় ভাতিজাকে ‘গুম’ করার অভিযোগ চাচার বিরুদ্ধে