দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সারা দেশে পালন করা হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’। এর অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সপ্তাহের উদ্বোধন, প্রাণিসম্পদ প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দিনব্যাপী দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম বাবরা হ্যামলিয়ানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইহতেশামূল হক আবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস।
এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়, যেখানে দেশীয় জাতের পশুপাখি, আধুনিক খামার ব্যবস্থাপনা, দুগ্ধ ও ডেইরি পণ্য, ভেটেরিনারি সেবা এবং প্রযুক্তিনির্ভর পশুপালন ব্যবস্থা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।