দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে ভর্তি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান এবং পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফসানা মিমি, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, খামারী মাহমুদুল হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীরা ১৮টি স্টলে তাদের উৎপাদিত পণ্য, খামারের বিভিন্ন বিষয় ও উদ্ভাবন প্রদর্শন করেন। শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।