রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার নিয়ে তুলকালাম স্বপ্ন পুড়ল প্রবাসীদের: সিলেটে ক্যাফে লেমন গার্ডেনে মধ্যরাতে আগুন হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’-এর বিক্ষোভ মিছিল জকিগঞ্জে ওসির নেতৃত্বে ২১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া যা বললেন ডিসি - সিলেটে হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত গোলাপগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক খন্দকার মুক্তাদিরের হাত ধরে বিএনপিতে অর্ধশতাধিক পেশাজীবীর যোগদান তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি জামালগঞ্জে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পঙ্গুত্ব দমাতে পারেনি ইসলাম উদ্দিনকে

প্রায় পাঁচ বছর আগে বলগেটে চাকরি করতেন ইসলাম উদ্দিন, সে সময় তার বয়স ২০ বছর। অভাবের সংসারে পরিবারের ভার নিতে বলগেট নৌকায় চাকরি নেন। বেতন ছিল মাসে ৮ হাজার টাকা। বলগেট চালাতে গিয়ে ২ টি বলগেটের মাঝে চাপা লাগলে কোন রকম জীবন বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি তার, কেটে ফেলতে হয় দুটি পা। সেই ইসলাম উদ্দিন আজ ২৫ বছরের যুবক। শারিরীক অক্ষমতা নয়, মানসিক ধীরতাকে নিজের জীবনের সঙ্গী করে নিয়েছেন তিনি। দুই হাতকে সঙ্গী করে জামালগঞ্জে অলিতে-গলিতে বসে ডিম বিক্রি করেন। পাশাপাশি সবজিও বিক্রি করেন। পঙ্গুত্বে যেখানে ভিক্ষা করা কথা ছিল, তার ঐকান্তিক দৃঢ় মনোবলে সে এখন ক্ষুদে ব্যবসায়ী। 

জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন। তার পরিবারের বাবা-মা সহ সদস্য সংখ্যা ৬ জন। এলাকাবাসী জানান, পা না থাকায় ইসলাম উদ্দিনকে পরিবারের লোকজন গাড়িতে তুলে দেন। 

প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে জামালগঞ্জ মসজিদের সামনে নতুবা যে কোন দোকানের সামনে বসে ডিম বিক্রি করেন। যুবক বয়সে দুই পা হারিয়ে যুবক ভিক্ষার পরিবর্তে বেছে নিয়েছেন ব্যবসা। বিভিন্ন গ্রাম থেকে ডিম সংগ্রহ করে এবং মন্নানঘাট বাজার থেকে সবজি কিনে সকালে ঘাগটিয়া বাজারে সবজি ও বিকালে জামালগঞ্জ বাজারে ডিম বিক্রি করেন। নিজের জীবিকাতো আছেই চালিয়ে নিচ্ছেন পরিবারের ভরণপোষণ। ইসলাম উদ্দিন জানান, সকাল হলেই বিভিন্ন গ্রাম থেকে ডিম সংগ্রহ করে উপজেলা সদরে ডিম বিক্রয় করি। প্রতিদিন ৩০ থেকে ৪০ হালি ডিম বিক্রি করতে পারেন। এতে ৪ থেকে ৫ শত টাকা আয় হয়। তা দিয়ে কোন রকমে চলছে সংসার। 

তিনি আরো জানান, পরিবারের আর্থিক অনটনের কারণে বলগেটে ৮ হাজার টাকা বেতনের চাকরি নেই। বলগেটে জাফলং থেকে বালি ভর্তি করে যশোর জেলার নড়াইলে যায়। বলগেট ভিড়ানোর সময় পাড়ে ভিড়ানো থাকা আরেকটি বলগেটের সাথে ধাক্কা লেগে আমি দুই বলগেটের মাঝে চাপা পড়ে দুই পা থেঁতলে যায়। পড়ে যশোর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা প্রেরণ করেন। এক সপ্তাহ চিকিৎসার পর সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে একটি পা কেটে ফেলতে হয়। পরে এক বছর পর আরেকটি পা কেটে ফেলতে হয়। নিজের সব কিছু বিক্রি করে অন্যের কাছ থেকে ধার দেনা করে চিকিৎসা করি। চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। আমার বাবা মা ছোট দুই ভাই ও এক বোনের সংসারে একমাত্র পরিশ্রমী আমি একাই। অন্যরা ছোট থাকায় অন্যের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণ করে সকালে ঘাগটিয়া পয়েন্টে মন্নানঘাট থেকে সবজি এনে বিক্রি করি। বিকালে জামালগঞ্জ মসজিদের সামনে ডিম বিক্রি করি।

 ইসলাম উদ্দিনের কাছ থেকে ডিম কিনেছেন এক বাসিন্দা রমিজ উদ্দিন। তিনি বলেন দুই পা বিহীন পঙ্গুর কাছ থেকে ডিম কিনে অবাক হয়েছি। আমার খুব মায়া লেগেছে তার জন্য। পা না থাকায় ভিক্ষা না করে বেছে নিয়েছে ব্যবসা। তার এই ইচ্ছা শক্তিকে আমি ধন্যবাদ জানাই। আরেক ক্রেতা জামাল উদ্দিন বলেন, দূর থেকে দেখলাম জামালগঞ্জ মসজিদের সামনে এক যুবক ডিম বিক্রয় করছেন, কাছে এসে দেখি দুই পা নাই। খুব খারাপ লাগলো, নিজে ২ হালি ডিম কিনে ১২০ টাকার জায়গায় ১৫০ টাকা দিতে চাইলে সে জানায়, যা দাম আছে তাই দিন। বেশি টাকা আমি নেব না। 

ঘাগটিয়া গ্রামের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া বলেন, ইসলাম উদ্দিনকে আমরা চিনি। তার বাড়ি আমার গ্রামে। সে বলগেট নৌকায় শ্রমিকের কাজ করতো। ২ টি বলগেটের ধাক্কা লাগলে তার দুই পায়ে চাপা লাগে, যার কারণে তার পা দুটি কেটে ফেলতে হয়েছে। আমরা অনেককে পঙ্গুত্ব বরণ করে ভিক্ষা করতে দেখেছি। কিন্তু সে তা না করে ব্যবসা করে তার এবং পরিবারের ভরণপোষণ করে যাচ্ছে। তার এই সংগ্রামী জীবন থেকে অনেক কিছু শেখার আছে। 

উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার জানান, ইসলাম উদ্দিনকে আমি চিনি। সে প্রতিদিন মসজিদের সামনে ডিম বিক্রি করে। ভিক্ষাবৃত্তি নিরসন বিকল্প কর্মসংস্থানের আওতায় তাকে উপজেলা সমাজসেবা উপজেলা কার্যালয় হতে ব্যবসার উপকরণের জন্য সহায়তা করা হয়েছে। তাকে ব্যবসা করার জন্য আরো সহায়তা করা হবে। সে যেন ভিক্ষাবৃত্তি না করে সম্মানজনক উপায়ে জীবিকা নির্বাহ করতে পারে সে বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় সচেষ্ট রয়েছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার নিয়ে তুলকালাম

স্বপ্ন পুড়ল প্রবাসীদের: সিলেটে ক্যাফে লেমন গার্ডেনে মধ্যরাতে আগুন

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’-এর বিক্ষোভ মিছিল

জকিগঞ্জে ওসির নেতৃত্বে ২১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া

যা বললেন ডিসি সিলেটে হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

খন্দকার মুক্তাদিরের হাত ধরে বিএনপিতে অর্ধশতাধিক পেশাজীবীর যোগদান

তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি

জামালগঞ্জে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত