শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারের ছিনতাইকারী চক্রের ‘মূলহোতা’ সহগযোগীসহ গ্রেপ্তার

মৌলভীবাজারে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সালমান মিয়া (২৬) ও তুহিন আহমেদ(২৪)। এদেরমেধ্যে সালমান মিয়া মৌলভীবাজারের ছিনতাইকতারী চক্রের মূল হূতা বলে দাবি র‌্যাবের ।

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলার রাজনগর এলাকার বাসিন্দা মো. ইমরান মিয়া ও তার পিতা মোটর সাইকেল যোগে দোকানের মালামাল ক্রয় করার জন্য নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করে। রাজনগর নন্দীউড়াস্থ মৌলভীবাজার টু সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছামাত্রই নেভী-ব্লু কালারের একটি প্রাইভেটকার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে বাবা-ছেলে রাস্তায় পড়ে যান। পরবর্তীতে প্রাইভেটকার থেকে নেমে অজ্ঞাত নামা দুজন ব্যক্তি জিআই পাইপ দিয়ে তাদের দুইজনকে এলোপাতাড়ি মারধর করে এবং অন্য একজন নগদ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকার যোগে চলে যায়।

এ ঘটনায় ইমরান বাদী হয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল শুক্রবার দুজনকে গ্রেপ্তার করে

গ্রেপ্তারকৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

এই সম্পর্কিত আরো