গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা ২০ নভেম্বর বৃহস্পতিবার বার সন্ধ্যায় ধারাবহর এক মাইল প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আহবায়ক দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি শাহিন আলম সাহেদের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম, মাহবুবুর রহমান চৌধুরী।
সভায় সর্বসম্মতীক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্রে সাংবিধানিক ব্যর্থতাগুলো বিশ্লেষণ করে সংবিধান সংস্কারের ও নতুন সদস্য আহবানের নিয়মাবলীর জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি করা হয়। উপ কমিটির সদস্যরা হলেন শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম ও মাহবুবুর রহমান চৌধুরী।