শিক্ষার্থীদপর কেউ দেখাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পানি বিশুদ্ধ করতে হয়। আবার কেউ দেখাচ্ছেন কিভাবে ধরে রাখতে হয় বৃষ্টির পানি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এসব শিক্ষাথীরা বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয় নগরীর জামতলা স্টুডেন্টস হোম স্কুলে। দু'দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতায় ছিল শিক্ষার্থীদের উচ্ছাস।
ক্ষুদে এসব শিক্ষার্থীরে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখে অভিভাবক ও উপস্থিত অতিথিরা অনেকটা বিষ্মিত হন। এ সময় তারা বলেন, আজকের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীরে স্বর্তঃস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে এরাই ভবিষৎতের সেরা বিজ্ঞানী। এদের গবেষণা ও আবিষ্কার এক সময় পৃথিবীকে পরিবর্তন করবে। বিজ্ঞান মেলা পরিদর্শন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রোটারিয়ান এম ই এইচ মিলন, বাংলাদেশ হিউম্যান রাইর্টস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং অভিভাবকবৃন্দ।
সিলেটের প্রাইভেট স্কুল জগতে আলোড়ন সৃষ্টিকারী জাতীয় ও ব্রিট্রিশ কাউন্সিল পুরষ্কারপ্রাপ্ত ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস হোম স্কুলে ৩য় থেকে ৯ম শ্রেণি শির্ক্ষাীদের অংশগ্রহণে ”বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগীতা’’ এবং প্লে- গ্রুপ থেকে ২য় শ্রেণির শির্ক্ষাীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ’’ফ্লাওয়ার্স ডে, ফান ডে’। শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের মাধ্যমে পড়াশুনার প্রতি আরও আগ্রহী করে তুলে।
স্কুলটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. হাশেম স্যারের হাত ধরে। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই গতানুগতিক শিক্ষা েেক বের হয়ে ব্যতিক্রম ধর্মী কারিকুলাম ও কো-কারিকুলাম প্রণয়নের মাধ্যমে সিলেট বিভাগেই আলোড়ন সৃষ্টি করে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় পুরষ্কার অর্জনের মাধ্যমে স্কুলের সুনাম বয়ে এনেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলটির শির্ক্ষাীরা সরকারি ও বিভিন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
বিজ্ঞান মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি পর্বে বির্তক প্রতিযোগিতা হয়। প্রথম পর্বে প্রাথমিক শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিষয় ছিল ইন্টারনেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদেরকে বিপদগামী করছে।
দ্বিতীয় পর্বে মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ কওে এতে বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতার জন্য মোবাাইলের নেতিবাচক প্রভাব সম্পর্কে স্লাইড প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।