শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন - ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’ জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা ‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’ জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত

জগন্নাথপুরে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেঝে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ প্রধান অতিথি থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন।

বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সার্বিক তত্বাবধানে বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান, শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, অপরাধ নির্মূলের পাশাপাশি আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ দুনীতি প্রতিরোধ পরিষদ। অসহায় মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় মানবিক কার্যক্রমে সংগঠনের বাস্তবায়িত উদ্যাগ প্রশংসনীয়। দেশের ক্লান্তিলগ্নে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে সবার আগে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। দেশব্যাপী অসহায়, দরিদ্র, শীর্তাতদের শীত নিবারনে অব্যাহত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা। 


এদিকে একই দিনে ওসমানীনগর সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান চেরাগ আলী।


এছাড়া রাজধানী ও সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

এদিকে সকালে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরীর সুস্থতা কামনা ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থারত প্রবাসী বাংলাদেশিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন মুকাদ্দাসিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মাছুম আহমদ খান।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী আছমা খানম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবা বেগম, মহিনুজ জামান শাহীন, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমান।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম ধাপের উদ্বোধন করেন দৈনিক শ্যামল সিলেটে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। এছাড়া সংগঠনের সভাপতি এডভোকেট রন চন্দ্র দেব, সমাজসেবী আব্দুর রব কাপ্তানসহ বিভিন্ন শ্রেণিপেশার বাসিন্দারা।

এই সম্পর্কিত আরো

সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’

জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ

ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা

‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’

জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির

শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন