হারিয়ে যাওয়ার দেড় যুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের কাছে ফিরলেন হনুফা বেগম (৪৫) নামে এক নারী । তাঁকে ফিরে পেয়ে আনন্দে ভাসছে পরিবারসহ পুরো গ্রাম।
জানা যায় গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ মানবিক টিম নামে একটি পেইজে হনুফা বেগমের দুটি ছবি সহ একটি পোস্ট পেয়ে, হনুফা বেগম'র সন্ধান চেয়ে, নিজের ফেইসবুক আইডিতে তা প্রচার করেন জৈন্তাপুর ইউনিয়নের ইউপি সদস্য নজির আহমদ ।
ইউপি সদস্যদের দেওয়া পোস্ট অনুযায়ী তার পরেরদিন হনুফা বেগমের পরিচয়, নিশ্চিত করেন তাঁর বড় ভাই জৈন্তাপুর ইউনিয়নের খায়রুবিল এলাকার বাসিন্দা আব্দুল হেকিম। ও তাঁর স্বামী জৈন্তাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমবাড়ি নলজুড়ি গ্রামের মো. তাজুল ইসলাম। হনুফা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরে পোস্টে দেওয়া নিম্ন নাম্বারে যোগাযোগ করে তার ছেলে সুমন আহমদ(২৮) জামালপুর থেকে এম্বুলেন্সযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন।
রাত ২ টার দিকে বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় আবেগঘন দৃশ্য-মা ও ছেলে ও পরিবারের সদস্যদের পুনর্মিলনে কানায় ভরে ওঠে এলাকাবাসীর চোখ।
হনুফা বেগমকে দেখে পরিবারে নেমে আসে আনন্দের বন্যা। ছেলে-মেয়ে, স্বামী, ভাই-বোন সবাই কেঁদে ফেলেন খুশিতে। এলাকাবাসীরাও এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার এম ফিরে আসা আনন্দে ভাসছে পুরো এলাকা।
এবিষয়ে হনুফা বেগমের ছেলে সুমন আহমদ জানান মায়ের মানসিক কিছু সমস্যা ছিলো প্রায় ১৮ বছর পূবে তিনি হারিয়ে গিয়েছিলেন। অনেক খুঁজাখুঁজি করেও তার আর কোন সন্ধান পাইনি । এক ফেইসবুক পোস্টে সন্ধান পেয়ে তাঁকে বাড়িতে নিয়ে এসেছি। অবশেষে তাকে ফিরে পাব, ভাবিনি কখনো আল্লাহর রহমতে মাকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছি। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার মা' কে খুজে পেতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি। মায়ের সুস্থতা ও মানসিক রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।
এবিষয়ে ইউপি সদস্য নজির আহমদ জানান আবারও প্রমান হলো সামাজিক সংগঠনগুলো আমাদের সমাজের জন্য কতটা উপকারী আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মানবিক টিম নামের সকল সদস্যদের। এটি একটি ফেইসবুক পোস্টে একটি পরিবারের খুশি ফিরে এলো। এটি বিরল উদাহরণ হয়ে থাকবে। এই ধরনের ভালো কাজগুলো সমাজের তরে অব্যাহত থাকুক সবসময়।