বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের আগুন সন্ত্রাস প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আগুন সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ বন্ধ না করে, তবে বিএনপি তাদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।
রোববার (১৬ নভেম্বর) স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাস ছড়িয়ে দিতে চায়, অ্যাম্বুলেন্সে আগুন দিচ্ছে, মোটরসাইকেলে আগুন দিচ্ছে, মানুষের বাসা-বাড়িতে বোমা মারছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করে বলতে চাই, আপনাদেরকে অবশ্যই এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নতুবা আমাদের সেই ক্ষমতা ও শক্তি আছে তাদের প্রতিহত করার। যদি আমরা হাত দেই তাহলে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের মাটির গর্ত থেকে টেনে বের করে আনব।
তিনি আরও বলেন, বিএনপি কোনো অরাজকতা চায় না, বরং একটি সুষ্ঠু নির্বাচন চায়। তার মতে, গণতন্ত্রের পূর্বশর্তই হলো সুষ্ঠু নির্বাচন। জামান অভিযোগ করেন, ইলিয়াস আলীর গুমের সঙ্গে জড়িতদের রেহাই দিতে এবং নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে নানা টালবাহানা শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, বাংলার মাটিতে খুনি ফ্যাসিস্টদের বিচার অব্যাহত থাকবে।
২৪ সালের গণআন্দোলনে নিহত সকল সহযোদ্ধা, ছাত্র, শ্রমিক, যুবক, মাদ্রাসার ছাত্র ও মহিলাদের হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন জামান।
তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। গত ১৭ বছরের প্রত্যেকটি নির্যাতন, গুম-খুনের শিকার হওয়া প্রত্যেকের বিচার সুনিশ্চিত করা হবে।
বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর শিবগঞ্জ থেকে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিলাগড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, জাসাস’র কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।