সুনামগঞ্জের দিরাইয়ে আবু হুরায়রা সেজান (২১) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় সাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সেজান রফিনগর ইউনিয়নের সাদিরপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ নভেম্বর) দিরাইয়ের বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সেজানকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।