রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জনতার দাবিতে উন্নয়নের অঙ্গীকার মোহাম্মদ আব্দুল মালিকের জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান - বিএনপিকে ক্ষমতায় না আনলে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে পর্ষদে সালমান এফ রহমান, নবায়ন হলো না বেক্সিমকো সিকিউরিটিজের সনদ তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না: জি এম কাদের কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলে ২ ব্যক্তিকে ৫ লক্ষ জরিমানা আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না : গোলাম পরওয়ার ‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’ পুলিশের গায়ে নতুন পোশাক
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান

বিএনপিকে ক্ষমতায় না আনলে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, গণতন্ত্রের নিয়ম হলো নির্বাচন। আমরা নির্বাচনের তারিখ জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা কারো দয়া-দাক্ষিণ্য চাই না। আমরা শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করি। ক্ষমতার মালিক আল্লাহ। আমরা সেই আল্লাহপাকের উপর নির্ভর করি এবং জনগণের ভালোবাসার উপর নির্ভর করি।

শনিবার (১৫ নভেম্বর) জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকরাই তা করতে পারে। আমরা বাংলাদেশের মানুষ। আমাদের গর্ব আমাদের পতাকা। আমাদের গর্ব আমাদের স্বাধীনতা। আমাদের গর্ব আমাদের বিপ্লব। এই সবকিছুকে সমুন্নত রাখতে হলে আগামী দিন ধানের শীষের মার্কাকে জয়ী করে আমরা এ দেশের শাসন ক্ষমতায় বিএনপিকে নিয়ে আসতে হবে। আর যদি তা না করতে পারি তাহলে মনে রাখবেন ফ্যাসিবাদী শক্তি এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশের বুকে মাথাচাড়া দিয়ে উঠবে। কাজেই ইসলামপ্রিয়, ধর্মপ্রিয় মানুষ যারা তা হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান। যারা এ দেশের মানুষ এবং এ দেশের মাটিকে ভালোবাসে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দলকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করছি।


জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হকের সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী ইলিয়াস আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবদুল হামিদ, ৫নং ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রব ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, শাহজালাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ কিবরিয়া ও সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, জৈন্তাপুর উপজেলার ছাত্রদলের সাবেক সদস্যসচিব জাকারিয়া আহমদ, ছাত্রদল নেতা ফয়েজ, পান্না, মারুফ, মামুন, নাঈম, আব্দুল্লাহ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

জনতার দাবিতে উন্নয়নের অঙ্গীকার মোহাম্মদ আব্দুল মালিকের

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান বিএনপিকে ক্ষমতায় না আনলে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে

পর্ষদে সালমান এফ রহমান, নবায়ন হলো না বেক্সিমকো সিকিউরিটিজের সনদ

তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না: জি এম কাদের

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলে ২ ব্যক্তিকে ৫ লক্ষ জরিমানা

আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না : গোলাম পরওয়ার

‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’

পুলিশের গায়ে নতুন পোশাক