‘জীবনব্যাপী ডায়াবেটিস (Diabetes Across Life Stages)’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
বিরল উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, জামালগঞ্জের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার গৌরব সদয় দে-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, মেডিকেল অফিসার শাহেদুল আলম ভূঁইয়া, ডেন্টাল সার্জন ডা. শাহিন মিঞা, নার্সিং সুপারভাইজার নিলীপ্তা রাণী হালদার, এবং সিএইচডব্লিউ ইকরাম হোসেনসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব। তারা আরও বলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘদিন ধরে গ্রামীণ পর্যায়ে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরামর্শ প্রদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। বক্তারা সবাইকে আহ্বান জানান—নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য।