বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক

সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারকচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন।

তিনি জানান, প্রায় ৫-৬ মাস আগে প্রতারণার উদ্দেশ্যে চক্রটি পরিবারসহ সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা নেয়। এবং ‘মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করে। তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পেয়াজ, রসুনসহ নিত্যপণ্য বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে আস্থা অর্জন করে। পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পাইকারি অর্ডারের নামে কোটি টাকার বেশি নগদ টাকা সংগ্রহ করে তারা উধাও হয়। টাকা আত্মসাতের কয়েক ঘণ্টা পরই দোকানে তালা ঝুলিয়ে মোবাইল ফোন বন্ধ করে অন্যত্র পালিয়ে যায় চক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। পরে র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছা. শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করেছে। এবং সম্প্রতি গাইবান্ধা জেলাকে নতুন টার্গেট হিসেবে বেছে নেয়।

এই সম্পর্কিত আরো

বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক

বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম

সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই