সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট! দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল ‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’ ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যৎ করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুর রহিম। 

সভায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৈরাগীবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসানাত, সৈয়দ নবীব আলী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউল করিম এবং কুড়ারবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার। 

এছাড়া বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরীসহ অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের তদারকি ও প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা তাঁদের মতামত প্রদান করেন। তারা কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সভা শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী

সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট!

দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ