সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট! দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল ‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’ ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ
advertisement
সিলেট বিভাগ

মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ির ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক

সিলেটের প্রবীণ আলেম ও গোয়াইনঘাট দারুস সালাম লাফনাউট মাদরাসার শায়খুল হাদিস হজরত মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি (রহ.) ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আসর লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

খ্যাতিমান এই আলেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, শায়খুল হাদিস হজরত মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি সাহেব ছিলেন হকের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। হকের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিল নিরন্তর।

তিনি আরও উল্লেখ করেন, মাওলানা রায়গড়ি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে। জামান বলেন, ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগ যুগ ধরে আলোকিত করুক। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার।

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। মহান রব তাঁর শূন্যতা পূরণ করে দিন।

শোকবার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সম্পর্কিত আরো

সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী

সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট!

দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ