বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই সিলেটের সামগ্রিক উন্নয়নে নাগরিক পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন মুক্তাদির প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ির ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি : গোলাম পরওয়ার
advertisement
সিলেট বিভাগ

‘গণভোট’ হবে জাতীয় নির্বাচনের দিনেই : প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস ধরে কাজ করেছে। এই সময়ে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশন দীর্ঘ আলোচনায় বসে। “এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও এক অভূতপূর্ব ঘটনা,” বলেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো ধৈর্য ধরে যুক্তি তুলে ধরেছে, মতভিন্নতা কমানোর চেষ্টা করেছে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। যে কটি বিষয়ে পার্থক্য রয়ে গেছে, তা গভীর মতবিরোধ নয়—মূলত প্রয়োগের পদ্ধতিগত পার্থক্য।”

জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রণীত সংবিধান সংস্কার সংক্রান্ত ৩০টি প্রস্তাবের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। “এটি একটি ঐতিহাসিক অর্জন,” বলেন তিনি।

অধ্যাপক ইউনূস জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়েছে। “প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট আকারে প্রকাশের পর্যায়ে আছে,” বলেন তিনি।


তিনি আরও জানান, এই আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংস্কার প্রস্তাবনাগুলোকে গণভোটের মাধ্যমে যাচাই করা হবে। এরপর গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে ‘হ্যাঁ’ সূচক পাওয়া গেলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংস্কার সম্পন্ন হলে ৩০ কার্যদিবসের মধ্যে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।”

অধ্যাপক ইউনূস মনে করেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন করলে তা হবে সাশ্রয়ী, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। “এতে সংস্কারের গতি ব্যাহত হবে না, বরং জনগণের সরাসরি অংশগ্রহণে নতুন গণতান্ত্রিক অধ্যায় শুরু হবে,” বলেন তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনার সৃষ্টি হয়েছে।  ইতিমধ্যে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক

বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম

সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই

সিলেটের সামগ্রিক উন্নয়নে নাগরিক পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন মুক্তাদির

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ

মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ির ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক

প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি : গোলাম পরওয়ার