বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে সাবেক যুবলীগ সভাপতি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাদাঘাট বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আটক সেলিম হায়দারের স্ত্রী, যিনি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি জানান, কোনো অনুমতি বা পরোয়ানা ছাড়াই পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। যতদূর জানি, তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে থানায় করা এক নাশকতার মামলায় সেলিম হায়দার আসামি ছিলেন। মামলার সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো