বুধবার, ১২ নভেম্বর ২০২৫
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে পুষ্টি গ্রাম এবং ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালা

সুনামগঞ্জে পুষ্টি গ্রাম এবং ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বারটান আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জে নির্বাচিত পুষ্টি গ্রামের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয় এর আয়োজনে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO, Bangladesh) এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন- রেহেনা আকতার নির্বাহী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) বারটান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মোহাম্মদ ওমর ফারুক, উপপরিচালক ডিএই, সুনামগঞ্জ, প্রজেক্ট কোঅর্ডিনেটর তাসনীমা মাহজাবিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান, রোজ ম্যারি পরিদর্শক FAO।

মুশফিকুছ সালেহীন, বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান বারটান সুনামগঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি অফিসার, সুনামগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা মৎস অফিসার, শিক্ষক ও সাংবাদিকসহ কৃষক কৃষাণিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পুষ্টি গ্রাম প্রকল্প ও ফলিত পুষ্টি বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন- বারটান কর্মকর্তা।
পরে পুষ্টি গ্রামের কৃষকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহণ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এই সম্পর্কিত আরো