শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন - ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’ জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা ‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’ জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে তরুণকে হত্যার ঘটনায় থানায় মামলা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তরুণকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।


সোমবার (১৩ জানুয়ারি) রাতে নিহত আকরাম হোসেনের (১৭) বাবা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসেইন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আশা করছি খুব শিগগিরই রহস্য উদঘাটন হবে এবং দায়ীদের গ্রেপ্তার করা হবে।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১২ টার মধ্যে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রাঁজাপুর আশ্রয়ন প্রকল্পের উড়ার বিল সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পাশে ঘটনাটি ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাযায়, নিহত আকরাম হোসেন সুনামগঞ্জের মোহাম্মদপুরের কুতুবপুর নামক এলাকায় তার বাবা মা ভাইবোনের সাথে একটি ভাড়া বাসায় থেকে অটো রিকশা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। তাদের গ্রামের বাড়ি দিরাই থানার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামে।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার পর যে কোনো সময় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রাঁজাপুর আশ্রয়ন প্রকল্পের উড়ার বিল সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পাশে অর্ধ গলা কেটে ও মুখ হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ধানের জমিতে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় অটোরিকশা চালক আলাউদ্দিন ওই মুহুর্তে সড়ক দিয়ে যাওয়ার পথে নিহত আকরাম হোসেনের ব্যাটারি চালিত গাড়ি ও ধানের জমিতে আশংকাজনক অবস্থায় আকরাম হোসেনের চিৎকার শুনতে পায়। পরে আলাউদ্দিন জামালগঞ্জ থানায় জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতেই নিহত আকরাম হোসেনের পরিবারের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রবিবার ভোর ৭ টার দিকে আকরাম হোসেনের মৃত্যু হলে সিলেট কোতোয়ালী থানা অধীনে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন পুলিশ। ঘটনার পর পরই পুলিশ সুপার আ.ফ. ম আনোয়ার হোসেন খান, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সম্পর্কিত আরো

সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’

জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ

ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা

‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’

জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির

শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন