মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শহরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নসিমা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং প্রশিক্ষণার্থী আব্দুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়েছেন।
এ প্রশিক্ষণের ফল বাস্তবায়ন করা হলে ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে । যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নতমানের সেবা নিশ্চিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূল ও অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল অপরাধের মূলে রয়েছে মাদক। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শক্ত ভূমিকা রাখতে হবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মহিউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠেছেন। এর সুফল জনগণ খুব শিগগিরই পাবে। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ অংশ নেন।
সভা শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ ও তৃতীয় জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাসকে ক্রেস্ট এবং অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।