মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ‘নির্দেশের পরোয়া করব না’: জামান সিলেটে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার হাসপাতালে মডেলের মরদেহ রেখে পালালেন প্রেমিক সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে তিন মাস দিল্লির পর পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২ সভাপতি মিজান, সম্পাদক হুমায়ুন - কোম্পানীগঞ্জে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের কমিটি ঘোষণা বিশ্বনাথে ডিসি সারওয়ার - বাসিয়া নদীসহ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক, অর্ধলক্ষ টাকা জরিমানা কুলাউড়ায় গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিএনপির ৩১ দফাগুলো জাতির স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে: নাসির উদ্দীন

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক। জিয়াউর রহমানের সময় বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। তাঁর আদর্শই আমাদের অনুপ্রেরণা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই দফাগুলো জাতির পুনর্জাগরণের পথনির্দেশক, যা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। যদি এই ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে-যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার নিশ্চয়তা। দেশের সার্বিক অগ্রগতি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক মর্যাদা রক্ষার জন্য এই কর্মসূচি আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু উপরোক্ত কথাগুলো বলেন। 

বড়লেখা পৌর শহরের ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ। 

আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

মতবিনিময় সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু আরও বলেন, মৌলভীবাজার জেলার মধ্যে পর্যটনের বিশাল সম্ভাবনাময় এলাকা হলো বড়লেখা-জুড়ী অঞ্চল। আমি নির্বাচিত হলে এখানকার হাওর ও পাহাড়কেন্দ্রিক পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করব। শিক্ষা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকারে রেখে ধারাবাহিকভাবে সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই সম্পর্কিত আরো

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ‘নির্দেশের পরোয়া করব না’: জামান

সিলেটে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হাসপাতালে মডেলের মরদেহ রেখে পালালেন প্রেমিক

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে তিন মাস

দিল্লির পর পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

সভাপতি মিজান, সম্পাদক হুমায়ুন কোম্পানীগঞ্জে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের কমিটি ঘোষণা

বিশ্বনাথে ডিসি সারওয়ার বাসিয়া নদীসহ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে

চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক, অর্ধলক্ষ টাকা জরিমানা

কুলাউড়ায় গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত