জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌলভীবাজার–০২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পাওয়ার বিষয়ে আলোচনায় রয়েছেন মো. মুহিবুর রহমান বুলবুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে তাঁর নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মুহিবুর রহমান বুলবুল কুলাউড়া শহরের দক্ষিণবাজার এলাকার বাসিন্দা এবং লংলা আধুনিক মহাবিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাবেক অধ্যক্ষ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত থেকে এলাকায় একজন সম্মানিত শিক্ষাবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন।