চতুর্থ শিল্প বিপ্লবের এই প্রান্তে এসে অনেক তরুণই নিজের জীবনে সফলতা গড়তে লড়ছেন প্রযুক্তির জগতে। কেউ চাকরির পেছনে না ছুটে তৈরি করছেন কর্মসংস্থানের নতুন সুযোগ। সেই তালিকায় নাম লিখেছেন সিলেটর দুই তরুণ উদ্যোক্তা জসিম উদ্দিন ও আহমেদ আল মারজান।
শনিবার ( ৮ নভেম্বর ) রাজধানীর কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫।
দেশের তথ্যপ্রযুক্তি খাতে সেরা অবদান রাখায় জসিম উদ্দিন ও আহমেদ আল মারজানের হাতে তুলে দেওয়া হয় “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫”।
জসিম উদ্দিন প্লাস পয়েন্ট আইটি ইনস্টিটিউটের সিইও। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ শুরু করে আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন ১৫ জনেরও বেশি সদস্যের একটি টিমকে। জকিগঞ্জের হানিগ্রামের এই তরুণ বর্তমানে সিলেটের উপশহর ABC পয়েন্টে থেকে আইটি সেবা পরিচালনা করছেন।
অন্যদিকে, আহমেদ আল মারজান, নেক্সএজ আইটি পার্ক (NxtEdge IT Park) এর প্রতিষ্ঠাতা ও সিইও। ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সেক্টরে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে তিনি এখন সিলেটের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সার। টিলাগড়ে তাঁর প্রতিষ্ঠানে কাজ করছেন ১০ জনেরও বেশি দক্ষ আইটি বিশেষজ্ঞ।
জসিম উদ্দিন বলেন, “আমরা অনেকেই ভাবি, ভালো একটা চাকরি না পেলে সব শেষ। আসলে এখন সবচেয়ে বড় শক্তি দক্ষতা আর ইন্টারনেট। আমি চাই, তরুণরা চাকরির জন্য বসে না থেকে নিজেরাই কিছু শুরু করুক, নিজেদের কর্মসংস্থান নিজেরাই গড়ে তুলুক।”
আহমেদ আল মারজান বলেন, “ফ্রিল্যান্সিং শুধু ব্যক্তিগত আয়ের মাধ্যম নয়, এটা দেশের জন্যও এক বিশাল সম্ভাবনার জায়গা। আমি শুরু করেছিলাম ল্যাপটপ আর ইন্টারনেট নিয়ে, আজ আমার টিমে ১০ জনের বেশি মানুষ কাজ করছে। চাই সবাই বুঝুক পরিশ্রম করলে সাফল্য আসবেই।”