রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশা, টেম্পু, বেবিট্যাক্সি ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৩৫৯) দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৮নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শ্রমিকদের উপস্থিতিতে ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার বদরুজ্জামান সজল ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করেন নির্বাচন উপ-পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আখই। 

নির্বাচনে সভাপতি পদে আলী হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক পদে আলমাছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে রাহিম আহমদ মান্না বিজয়ী হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মুহিবুর রহমান ও সওয়াবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান জাহাঙ্গীর, অর্থ সম্পাদক ছালেক আহমদ, দপ্তর সম্পাদক মিন্টু দাস, প্রচার সম্পাদক রাসেল আহমেদ, লাইন সম্পাদক জামির হোসেন জামাল। সদস্য পদে নির্বাচিত হন মাসুদ হাসান, কামাল ভান্ডারী ও বেলাল মিয়া।

এই সম্পর্কিত আরো